রথের মেলা রে ভাই রথের মেলা  বসেছে ,
কত রঙের রঙবাহারী দোকাশ  এসেছে  ।


কত রঙ্গের পুতুল  রে  ভাই  কত রঙের খেলনা ,
নাগর দোলায় চড়ে কেহ কউ চড়ে দোলনা ।


টগবগ টগবগ ,টগবগ টগবগ ,ঘোড়া ছুটিয়ৈ ,
খোকা খুকুর মনটা রে ভাই দেয় যে ভরিয়ে   ।


ফানুস উড়ায় ,মানুষ উড়ে ,উড়ায় কত ঘুড়ি  ,
মনের আনন্দে রে ভাই দেয় যে গড়াগড়ি   ।


হরেক রকম হরেক জিনিস কিনচ্ছে মেলাতে  ,
খাচ্ছে সবে পাঁপড় ভাজা ,গজা ,ফুচকা হাতে ।


কত রকম।  খেলনা রে ভাই ,কতই মনোহারী   ,
মেলা থেকে  কিনচ্ছে সবে কত  রঙ্গ বাহারী   ।


ভেপুঁ বাজিয়ে ,বেলুন হাতে ফিরছে মেলা থেকে ,
কাল কিনবে বাকি খেলনা ,এসেছে  আজ দেখে ।


সঙ  সেজে কেউ রঙ্গ দেখায় ,বনমানুষের মতো  ,
টিকিট কেটে  রথের মেলায়  দেখছে  মানুষ যতো ।


দৈত্য দানব কতই সাজে কতই বহুরপী  ,
সিনেমাকে নকল করে রে ভাই সাজছে বাঘা- গুপী  ।
  
         🎂🎂🎂🎂🎂🎂🎂🎂
           🎡🎡🎡🎡🎡🎡🎡
               🕺🕺🕺🕺🕺
                  💃💃💃
                       🎊
  
সন্ধ্যা -৫:৫৮ মিনিট ,
০৮ /০৭/২০১৯ সোমবার ।
লালগড়  = ঝাড়গ্রাম ।