এতটুকু আশা, কতো ভালোবাসা, ছোট্ট একটি নীড়,
ছিনু এক কোনে আপনার মনে, কাটিয়া যাইতো দিন ।
এক গ্রামে মোরা বাস করিতাম, কেহই কাহারে নাহি চিনিতাম,
এখানে ওখানে তাহারে দেখিতাম, কিজানি কে হয়, নাহি জানিতাম ।
ছিলনা বিষয়, না ছিল বৈভব, শুধু ছিল মুখে হাসি,
ছিলনা অভিযোগ, না আভিজাত্য, শুধু দুঃখের রাশি।
বিলাস-বহুল ছিলনা তাহার, ছিলনাকো পরিচয়,
মুখে হাসি তার, চোখ দুটি চেনা, মনে হ'ত কেউ হয় ।
হাঁটিবার পথে যদি তার সাথে, কখনো বাদেখা হ'ত,
একটু হাসিয়া, শুধু শুধাইত, কী ভালো আছোতো?
মুখ ভার করে, গম্ভীর স্বরে, বলিতাম ভাল আছি,
ভালো বা মন্দ যাহা থাকিলাম, তোমার তাতে বা কি ?
পথে যেতে যেতে, কবে তার সাথে হ'য়ে গেল পরিচয়,
পরিচয় থেকে ভালোলাগা এলো, তারপর পরিণয়।
আমরা দুজনে কাকলী কূজনে, করেছি স্বর্গ রচনা,
মনে ছিল আশা, কতো ভালোবাসা, কতো ছিল কল্পনা ।
কল্পনা যখন বাস্তব হয়, তখনই আসে প্রেরনা --------
প্রেরনা থেকে জন্ম যে নেয়, দেশের দশের, একজনা ।
ছোট্ট নীড়ে, শান্তি ভরে, রহিনু আপন মনে,
মনে যত বাসনা মোর রাখিনু যতনে ।
ছোট্ট নীড়ে, ক্ষুদ্র আশা, একখানি শান্ত গৃহ কোন,
খূঁজিয়া পাইলাম আমি তিনটি রতন ।
কিভাবে রক্ষিব এরে, ভাবিলাম মনে,
মনের মাধূরী দিয়ে, সাজাবো যতনে ।
সেই রত্নেরে আমি পাঠালাম, দেশ-দেশান্তরে,
রত্নের আকর মোর হৃদয় মাঝারে।