ফুলবনে আলাপনে ফুল সনে ,
খেলে অলি তারি সাথে গুঞ্জরনে ।
প্রেম পিয়াসি মন ক্ষনে ক্ষনে
গুঞ্জে অলি ধায় সেথা মধুপানে ।
প্রেম মদিরাতে মাতাল অলি ,
মুকুলিত কাননে কুসুম কলি ।
মধুমাসে মধুঋতু ফুলের বনে ,
ভোমরা আসে জুটে অলি সনে ।
মুখে মুখে কয় কত যে কথা ,
কে শোনায় কারে কার বারতা ।
প্রজাপতি মন মোর হয় আনমনা ,
উড়ে উড়ে বার বার হয় উন্মনা ।
মহুয়া ফুলের গন্ধে মাতাল হয়ে ,
মধুপ ভোমরা তথায় মধু পিয়ে ।
পল্লবে মুকুলিত আম্র শাখে ,
ধায় তথায় অলি ঝাঁকে ঝাঁকে ।
ফাগুনের আগমনের বারতা পেয়ে ,
হাসিছে কুসুম কলি খিলখিলিয়ে ।
বসন্তে ঋতুরাজ ফাগুন  সনে ,
নানান বাহারী ফুল ফুলবাগানে ।