মনের কষ্ট আর শরীরের কষ্ট,
           দুই-ই হয় মিলে মিশে একাকার -
বুঝতে পারিনা কিছু-কোনটা কম ,বেশী ,
           কার থেকে কতটা তফাৎ কার ¡


বোকা নয় বুঝি সব কিছু ,
            মুখ ফুটে পারিনা বলতে -
বিবেকের দংশন -বুক ফাটে ,মুখ ফোটেনা ,
        খরচ আর ছেলের কষ্ট হয় পিছু ¡


অসুখে দিল যে যন্ত্রণা -
         এর চেয়ে ভাল ছিল সে মৃত্যু যন্ত্রণা ,
বেহুঁশ ,অঘোরে শুয়ে দিনরাত ,
         প্রতিক্ষণে ছেলে তুলে খাওয়াত ঔষধ,পথ্য,সরবৎ ¡


দিনরাত্রি শয্যাপরে শুয়ে বেহুঁশ হয়ে ,
             প্রতিক্ষণে থার্মোমিটার,ঔষধ,দিত ছেলে পাশে শুয়ে -
দিনরাত পাশে বসে বিছানার ,
             সন্তানও জাগে শয্যা পাশে মা'র ¡


জৈষ্ঠ্য পুত্র মোর 'অনির্বান' -
         কর্তব্যরত সদাই অবিরাম ,
সুইজারল্যান্ডে এসে আনন্দ গেল উবে -
          রোগযন্ত্রণার করাল গ্রাস করল যে এবে ¡


             ************
দূপুর -১২:৫৫মিনিট ,
২৯/০৮/২০১৮ বুধবার ,
অলটেন-সুইজারল্যান্ড ¡