পঁচিশে বৈশাখ তোমার জন্মদিন হে নাথ ,
চির স্মরনীয় দিন ,তোমায় প্রনিপাত ¡


দিনটি শুরু ,তোমারই নৃত্যে ,ছন্দে ,গানে ,
আবৃত্তি,গান তোমার সুরে ,আমাদের কন্ঠে ,মনে ¡


তোমার লেখা কাব্য ,নাটক ,উপন্যাস ,বিশ্বচরাচর ,
তাইতো তুমি কবিগুরু ,ওগো রবীন্দ্রনাথ ঠাকুর ¡


পিতা তোমার দেবেন্দ্রনাথ ,মাতা সারদাসুন্দরী ,
মৃনালিনী (ভবতারিনী)দেবী তোমার সহধর্মিনী ¡


জন্ম  তোমার রৌদ্র তপ্ত পঁচিশে বৈশাখ শুভক্ষনে ,
বাইশে শ্রাবন এলো বর্ষা নেমে তোমার মহাপ্রয়ানে ¡


তোমার অবদান মোদের পদক্ষেপের প্রেরণা ,
হে কবি মহান ,আমরা তোমায় ভুলিনা,ভুলিবনা ¡


তোমার লেখা নাটক, নোবেল ,সর্বস্তরে স্থান ,
তোমার জন্মদিনে,তোমার কবিতা,নৃত্যে,ছন্দে,সুরে গান ¡


তোমায় বিশ্ব করছে স্মরণ ,তোমার নৃত্য ,ছন্দে  ,
উদ্বোধনী সঙ্গীত গাহে তোমার গানের মধ্যে ¡


"গঙ্গাজলে গঙ্গা পূজা "তোমার জন্ম দিনে ,
করছি তোমায় স্মরণ ,বরণ,তোমার নৃত্যে গানে ¡


পঁচিশে বৈশাখ যুগে যুগে চিরস্মরনীয় ,
তুমি মোদের কবিগুরু বিশ্ববরনীয় ¡


কবিগুরু ,রবিগুরু ,তুমি সবার গুরু ,
তুমি পথের প্রান্ত হে নাথ,তুমিই পথের শুরু ¡


               *********
বেলা-১০:৪৫ মিনিট ,
০৮ /০৫ /২০১৮ মঙ্গলবার ,
                ডেবরা ¡