কিছু কিছু কথা ,শুনেও নাশুনে থাকতে হয় ,
এমন কিছু দেখা ,দেখেও নাদেখে থাকতে হয় ।
এমন কিছু কথা শুনেও ,উত্তর দিতে নাই ,
এমন কিছু স্থান আছে ,ত্যাগ করতে হয় ।
এমন কিছু সঙ্গ আছে  ,সঙ্গ ছাড়তে হয় ,
এমন অনেক মানুষ আছে ,সবাই সৎ নয় ।
বাইরে  ভদ্র ব্যাবহার ,কিন্তু ভেতরে কুৎসিৎ হয় ,
ভদ্রলোকের বেশ ধরে , ভেতর নোংরাময় ।
দেখতে অতীব সুন্দর ,গুন নেই তার ,
জ্ঞানী জ্ঞানী ভাব দেখায় ,মূর্খের আধার ।
গেরুয়া পোষাক পরে ,নয় তারা আসল সন্ন্যাসী ,
সর্ব ত্যাগী যারা ,তারাই আসল সন্ন্যাসী ।
সব মায়েরা মায়ের মত ,কিন্তু মায়ের বিকল্প নয় ,
বাবার মত বয়স হলেও ,আসল বাবা নয় ।
সকল জামাতা ছেলের মত ,কিন্তু ছেলে নয় ,
সকল বৌমাই মেয়ের মত ,কিন্তু মেয়ে  নয় ।
ভীক্ষারি নয়  , কিন্তু ভীক্ষারীর বেশ ধরে ,
রূপ নেই,বিদ্বান নয় ,তারা অহংকার সদাই করে ।
বড় বড় বুলি আওড়ায় , আসল কাজে লবডঙ্কা ,
হেন করেঙ্গা তেন করেঙ্গা ,কাজের সময়  ফক্কা ।
যাত্রা দলের রাজা সাজে ,আসল রাজা নয় ,
যাত্রা দলের অভিনয় , শুধুই অভিনয় ।


         *************


বিকাল -৩:২৬ মিনিট ,
২৮ /০২ /২০১৯ বৃহস্পতিবার ।
কেরাণীটোলা  = মেদিনীপুর ।