সদাচার ,সৎচিন্তা,সদ্ব্যাবহার ,
সৎ বিনা অসতে নাই মতি যার  ।
থাকিলে সতেতে মতি ,বিপদ আসুক না যতই ,
ত্রানকর্তা করিবেন ত্রান বিপদে নিশ্চই ।


অসতে মতি যার ,অসৎ চিন্তা করে ,
ভাল মন্দ তার কাছে এক, বৃহৎ সংসারে ।
কূ'মতি ,কূ'গতি , কূ'তে থাকে মন ,
চেহারার মধ্যে তার ফুটে উঠে কূ'মন ।


ভাল চিন্তা ,ভাল কাজ ,খুব সহজ নয় ,
ভাল সদা মন যাদের ,ভাল করে নিশ্চয় ।
মহান যে   হয় তার    মহৎ  ব্যাবহার ,
উপকার ছাড়া কভু করেনা অপকার ।


নিষ্কলঙ্ক চরিত্র ,ভদ্রোচিত আচার ,
মহান হৃদয়  যার ,মহতি ব্যাবহার ।
সৎ আর   অসতের  বৃহৎ প্রভেদ  ,
সাদা কালো সমান  চোখে ,নেই ভেদাভেদ  ।


              *********


দূপুর -1:43 মিনিট ,
20/10/2018 শনিবার,
কেরাণীটোলা -মেদিনীপুর