আদর্শ  হোক কর্তব্য তোর,
উৎসব না হয় এখন থাক।
এবার মেয়ে শাড়ীর ভাঁজে,
গোটা কয়েক অস্ত্র রাখ ।

অন্য খেলায় কাজ নেই মা,
অস্ত্র গুলিই খেলনা কর ।
দানব দেশে নাইকো বিচার ,
নিয়ম করে শরীর গড়  ।

পায়ে পর মা হিলের জুতা ,
তাতে রাখিস পেরেক পুঁতা  ।
বাড়লে বয়স জামার ভীতর ,
লঙ্কার গুঁড়োর মোড়ক রাখ ।

চুলকে বাঁধিস কাঁটা দিয়ে  ,
নখের আগায় রাখিস ধার  ।
যেকোন পোষাক পরনা তুই  ,
পেরেক রাখিস গোটা চার ।

অনেক হল মিটিং মিছিল ,
অনেক অনেক হল শোক।
এবার নিজের বাঁচার জন্য,
লড়াইটা তোর একার হোক ।

****************


বিকেল - ৪ : ৪৫ মিনিট  ।
১১ / ০৯ / ২৪ বুধবার  ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর।