অতি সামান্য ক্ষুদ্র নরে ,
          যে কার্য্য করিতে পারে ,
অতি  জ্ঞানী বিজ্ঞতে
              তাহা নাহি পারে ।
ক্ষুদার্ত সময় তৃপ্ত
               শাক অন্ন ভক্ষন ,
মাছ মাংসে নাহি হয়
                 পরিতৃপ্তি তখন ।
আঁধার যামিনি দূর
         করে প্রদীপের শিখা ।
হাজার নক্ষত্র গন
               পারে নাকো তাহা ।
এক চন্দ্র দূর করে
                  তিমিরা রজনী ,
নক্ষত্রের নহে সাধ্য
                   উজ্বলে ধরণী ।
পানকরি কূপপয়
                  যে তৃষ্ণা নিবারয়  ,
অগাধ বারিধী জলে
                 কখনো তা'না পারে ।


     ***************
বেলা - ১১ :৪৭ মিনিট ।
০৫ /০৭ /২২ সোমবার  ।
রবীন্দ্রনগর =মেদিনীপর ।