অতীতের "সময়" আর ফিরে আসেনা ,
বর্তমানে সময় ধরে রাখা যায় না ।
সময়ের কাজ সময় করে চলে অবিরত ,
তোমার কাজে সচেষ্ট হও , হইওনা বিরত ।
কোন কিছুরই মূল্যে,  করেনা অপেক্ষা সময়,  
আপন গতিতে চলে নদীর স্রোতের প্রায় ।
"সময়"থাকেনা বসে সময়ের আসার আশায় ,
যতই যাহাই হোক "সময়" আপন মনে চলে যায় ।
"সময় "থাকে না বসে কোন কিছুর অজুহাতে ,
আপন কাজ করে একা কেউ নেই সাথে ।
ভাল মন্দ বোঝেনা সময় ,বোঝেনা কালাকাল ,
সময়  চলে যে যায় ,সাথে তার কেহ নাহি যায় ।
নেই তার রাত্রি দিন ,নেই ভাল মন্দ ,
অবিরত চলে যায়, কর্মে নেই সে বিরত ।
সময়ের মূল্য যে জন না দেয় ঠিক ঠিক ,
বিফল মনুষ্য জন্ম , তারে ধিক শত ধিক ।
          
        *************


সন্ধ্যা -৫:০৮মিনিট ,
১৭/০৩/২০১৯ রবিবার ।
কেরাণিটোলা =মেদিনীপুর ।