সংসার সুখের হয় রমনীর গুনে ,
অশান্তিতে সংসার ভরে নারীর বদগুনে !
রমনী শক্তির রূপ শাস্ত্রেতে কয় ,
রমনী ধংসের গোড়া এইটাই হয় !
রমনী লক্ষ্মীর রূপ শাস্ত্রমত তাই ,
সংসার নষ্টের মূল রমনীইহয় !
অশান্তিতে  সংসার ভরে নারীর কারণ ,
স্বেচ্ছাচারী ,অনাচারী ,লোভী,নারী হয় যখন !
সংসারের আচার ,ধর্ম,কর্ম, কখনো না মানে ,
অখাদ্য ,কূখাদ্য ,খায় যেখানে -সেখানে !
কালাকাল ,ব্যাক্তি ,ক্ষেত্র ,সময় বিচার নাহি করে ,
অহংকারে  মদমত্ত  সংসার ভীতরে !
সংসারের  ধর্ম-কর্ম ,যদি নাহি মানে ,
ক্রমশ অশান্তির বীজ সতত উঠে জমে !
কথায় বলে- লজ্জা নাকি রমনীর ভূষণ ,
লজ্জাহীনা রমনীই কূ-কর্মের কারণ !
পোশাক-আষাক ,খাওয়া-দাওয়া ,নেই কোন বিচার ,
নিয়ম-কানুন ,বিচার-আচার ,নেই সম্মান ,শিষ্ঠাচার !
টান ,স্নেহ ,ভালবাসা ,সবই স্বার্থলাগি ,
নিজ  সুখ -ভোগ লাগি সতত অনুরাগি !
ব্রেন ওয়াস ,আই ওয়াস ,যে নারী করে অবিরত ,
সেই সব নারী হইতে সাবধান সতত!
স্ত্রী বুদ্ধি প্রলয়ঙ্করী ,যদি সুবুদ্ধি হয় ,
ধনে ,প্রাণে ,নাশ করে ,কূ-বুদ্ধি প্রলয় !
কভু না থাকে ধন ,জীবন ,যৌবন ,চিরদিন ,
মানুষ যদ্যপি তুমি ভুলোনা কোনদিন !
বিন্দু বিন্দু জলকণা জলাধার হয় ,
একটু একটু অপচয় ,সবকরে ক্ষয়  !
যত অধর্ম ,কূকর্ম ,অনাচার ,জমে পাহাড় সমান ,
স্বমূলে  বিনষ্ট করে আছে তার প্রমাণ !
স্বমূলে বিনষ্ট করে আছে তার প্রমাণ ,
লঘু গুরু ,কাল ,ক্ষেত্র যদি জ্ঞান নাহি করে ,
ভবিষ্যতে আঁধার ঘনিয়ে আসে ধংসের তরে !
রমনী যদ্যপি হয় ,গুনের আধার ,
সুখ ,শান্তি ,জীবনধরি বাঁধা থাকে তার !
পুঁথি পড়ে বিদ্যার নাহি  প্রয়োজন ,
যদি নাহি জানে  সে ,আচার -আচরন !
সুখ ,শান্তি , আচরন ,নিয়ম পালন রমনীরই কর্ম ,
সংসার রক্ষিতে পারে ,যারা পালন করে এই ধর্ম !
সংসার সুখের হয় রমনীর গুনে,
আবার সংসার নষ্ট হয় রমনী কারণে ।


                **********
বেলা- ৮:১৫ মিঃ ,কলকাতা
২৭ /০৭ /২০১৭ ,বৃহস্পতিবার