সাঁওতালীদের মেয়ে গুলি মহুয়া বনে যায় ,
মহুয়া বনের মাতাল হাওয়ায় খুশীতে গান গায় ।
সাঁওতালীদের মেয়েগুলি মোল কুড়াতে যায় ,
লাল পাড় হলদে শাড়ী কিবা শোভা পায় ।
গাঁদা ফু লের মালা গলে , বনফুল খোঁপায় , ধাতিং বোলে ছন্দে,তালে ,নাচছে পায়েপায়।
হাতে  তাদের রুপোর বালা , খোঁপায় গুঁজে ফুল ,
চলতে পায়ে বাজছে তাদের ঝুমুর ঝুমুর মল।
সাঁওতালেরা গামছা গায়ে হাতেতে ভুয়াঞ ,
কাঁধে তাদের ধামসা , মাদল , বাজে ধিতাং ধিতাাং ।
সাঁওতালিরা দুলিয়ে কোমর নাচে মাদলের তালে ,
খোঁপাটি সাজায় তারা  হলদে গাঁদা ফুলে ।
ভুয়াঙ বাজে , মাদল বাজে , বাজে পেখোয়াজ,
মহুয়া ফুলের মাতাল হাওয়ায় মাতাল হলো আজ ।
সাঁওতালিদের  মেয়ে গুলি মহুয়া বনে যায় ,
খোঁপায় রাঙ্গা ফুল গুঁজে এদিক ওদিক চায় ।
গাঁয়ের ভেতর থাকে সবে সাঁওতালি
আখড়ায় ,
বৌ ঝি এরা নাচে সবে আনন্দে উচ্ছলায় ।


         🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


বেলা  -১:00 টা ,
২৩/০৪/২০১৯  মঙ্গল বার ।
কোলকাতা ।