শুনেছি সন্তান নাকি বর্তমান ,ভবিষ্যৎ ,মা-বাবার ,
এখন দেখি এশুধু কথার কথা ,ঘন কুয়াশার অন্ধকার !
সন্তানদের মানুষ করার জন্য তুমি যতই কষ্ট কর ,
অতীত ভুলে যায় তারা ,বর্তমানে পদার্থ নয় জড় !
ভুলে যায় মা-বাবা ,ভুলে যায় কে আপন ,কে পর ,
শুধু নিজেদের আখের গুছায় ,হয় স্বার্থপর !
নিজেরদের সুখ-স্বাছন্দ লাগি ,সততই চিন্তিত ,
অতীত ভুলে যায় ,ভুলে মা-বাবা ,আত্মীয়বর্গ !
শিক্ষিতা ,বিদেশ ফেরা ভার্য্যা যদি হয় ,
সোনায় সোহাগা যেমন মুগের ডালে ঘি হয় !
বাবার বাড়ী ,শ্বশুর বাড়ী ,সেটা আবার কি ?
টাকা-কড়ি ,গহনা ,বাড়ী ,গাড়ী ,এটাইতো বেশী !
স্বামী চেনে ,চেনেনা স্বামীর ঘর ,চেনেনা বাপের ঘর ,
চায় স্বামী ,অতুল ঐশ্বর্য্য ,বিপুল বৈভব ,না চায় স্বামীর ঘর !
শ্বশুর বাড়ী স্বামী আপন ,বাকি সবাই পর ,
চালাকি করে স্বামী পেয়েছে ,বাকি ডন্ট কেয়ার !
স্বামী কে করেছে হাতের মুঠোয় ,কিছু আর না চাই,
স্বামীর উচ্চ আয় যেথায় ,স্বামীই আপন শুধু ,বাকিদের চেনে নাই !
সন্তানেরা ভুলে যায় অতীত,আপন বাড়ী পরিবার ,
ভার্য্যা যখন  কাছে আছে তখন আর কিবা প্রয়োজন আপন ঘর ,সংসার !
বুঝি আর নেই প্রয়োজন আত্মীয় স্বজন ,
শ্বশুরালয়  ,ভার্য্যা ,সবচেয়ে বেশী  প্রয়োজন  !
মাতা -পিতা বার্দ্ধ্যকেতে  যায় বৃদ্ধাবাসে ,
কত দুঃখ ,কষ্ট সয়ে সন্তান করে বড়, শুধু আশার আশে !


                          ***********
রাত্রি-৯:০০টা ,ডেবরা !
০২ /১২ /২০১৭ ,শনিবার !