সবুজ রঙের শাড়ী পরে শরৎ রানী বেড়ায় ঘুরে ,
শাপলা ,শালুক ,শিউলী  ফুলে ,শাড়ীখানি ছোপ ধরে !
মেঘ রঙ চুল এলিয়ে ,আসমানী আঁচল উড়ায় ,
সোনালী ধান শীষের 'পরে দাগ কাটিয়ে যায় !
কলকে ফুলের ঝুমকো কানে ,খোঁপায় রজনীগন্ধা ,
জবা ফুলের নোলক নাকে ,তরুলতায় বাজুবন্ধা !
বেলি ফুলের অঙ্গরি তার ,কুন্দ ফুলের  হার ,
সন ফুলেরই মল পরেছে ,আহা কি বাহার !
মল্লিকা ফুল হাতের বালা ,বেণীতে মাধবী দোলা ,
পলাশ রাঙা আলতা পায়ে ,গলায় টগর মালা !


                   *******
১৭ /১০ /২০১১ ; সোমবার
সন্ধ্যা - ৭:৩০ মিঃ ; কলকাতা