হাত বলে কাজ কর -
               ভাল যাহা হয় ,
ভাল ছাড়া মন্দ কিছূ -
              কভূ না করয় !
পা বলে হেঁটে চলো -
               না হইয়ো অচল ,
লক্ষ্য ভ্রস্ট না হইয়ো -
              না হইয়ো বিকল !
মন বলে মন তুমি-
              রেখো সদিচ্ছা ,
মনোবল হারাইওনা -
                পূরণ হবে ইচ্ছা !
চোখ বলে দেখো তুমি -
                 চারিদিকে যা'কিছু ,
মন্দ কিছু দেখোনাকো -
                ভাল যাহা শেখো !
কান বলে ভাল ভাল -
                 কথা তুমি শোন ,
ভাল কথাকান রেখো -
                মন্দ শুনো নাকো !
নাক বলে সদাই -
              মুক্ত বাতাস নিও ,
মুক্ত বাতাসে সদা -
                 রোগমুক্তি হয়য়ো !
মানুষ বলে মানুষ হয়ে -
                   কর সৎকর্ম ,
জীবন কাটিয়া যায় -
              আচরিও  ধর্ম !


        *********
রাত্রি -৮:৩৫ মিঃ ,কলকাতা ,
২৪ /১০ /২০১৭ ,মঙ্গলবার !