সাঁতালি পর্বতে ,যথা অবন্তী নগরে ,
লৌহ বাসর ঘর পর্বত উপরে ,
চাঁদ সওদাগরের ইচ্ছায় ,বাসর নির্মিত হইল ,
কারিগর বিশ্বকর্মা ,বাসর গৃহ নির্মান করিল  !
চাঁদ সওদাগর মা মনসার রোষানলে পড়িল ,
বাসর ঘরে পুত্র লখিন্দরে সর্পাঘাৎ , অভিসম্পাৎ দিল !
মনসার নির্দেশে দেওয়াল গায়ে ছিদ্র  এক রাখিল ,
কাল নাগিনী সেই ছিদ্র মধ্যে , গৃহে প্রবেশিল !
বেহুলা-লখিন্দর ,বাসর গৃহেতে যেখানে ,
কাল নাগিনী ছিদ্রপথে উপস্থিত হইল সেখানে !
নিদ্রাবশে লখাই-এর পা লাগিল নাগিনীর মাথায় ,
ক্রুদ্ধিত হইয়া নাগিনী দংশিল তাহায় !
হেতালের বাড়ি হাতে , চাঁদ ছিল পাহারায় ,
তথাপি না পারে এড়াইতে অভিসাপ মনসার !
বিষের জ্বালায় ডাকে লখাই বেহুলা সতীরে ,
জাগিয়া দেখ বেহুলা কি কাটিল মোরে !
জাগো ওগো বেহুলা ,সায়বেনের ঝি ,
তোরে পাইল কাল নিদ্রা ,মোরে খাইল কি !


               ********
সন্ধ্যা -৬:৪০ মিঃ ,কলকাতা
০৯ /০৯ /২০১৭ ,শনিবার !