সত্যি যা তা যুগে  যুগে একই  থাকে,
পরিবর্তন হয়না কখনো কোন অবস্থাতেই।
মিথ্যার রূপ ক্ষনে ক্ষনে পরিবর্তন অবস্থার প্রেক্ষিতে,
কথার পরিবর্তনে মিথ্যা নিজেই প্রমাণ করে নিজেকে।

চন্দ্র সূর্য যেমন চির শাশ্বত আছে জগৎময়,
মৃত্যুও নশ্বর দেহে অবিনশ্বর কখনোও নয়  ।
জন্ম যেথায় মৃত্যুও সেথা সাথে সাথে রয়,
জন্মিলে মরিতে হবে কথাটা  মিথ্যা নয় ।

জন্মের সাথে সাথে মৃত্যুও আসে সাথে সাথে ,
কেউই ঢিরকাল বাঁচেনা এই পার্থিব জগতে।
ঘাটে বাঁধা থাকে খেয়াতরী ওপারে পার হতে,
তাই গাঁঠে কড়ি বাঁধতে হবে ভবার্নব পারে যেতে।

দেরীতে  যদিও হয় তবুও একদিন সত্যের হয় জয়,
মিথ্যা আপাতমধুর হলেও ভবিষ্যতে হয় পরাজয় ।
মিথ্যার কর্মের ফল যাবৎ জীবন তাকে ভুগতেই হয় ,
সত্যি সত্যিই থাকে একদিন হয়  সত্যের ই জয়।

ধর্ম হয় কর্মগুনে সত্যি সাথেই সদা থাকে,
মিথ্যার হয় পতন কালে কালে সবাই তা দেখে।