স্বাধীনতার অপর  নাম স্বাবলম্বী ,
স্বাধীনতা নয়  স্বেচ্ছাচারিতা । যখন -
যা খুশী করা ,বলা ,যেখানে ইচ্ছে যাওয়া ,
অবাধ বিচরন , থাকা , খাওয়া ।
অবাধে  বিচরন , সময়ের মূল্য না দেওয়া স্বেচ্ছাচারিতা ।
নিজেকে সংযম নিয়ম শৃংখলার মধ্যে রাখাই-  স্বচেতনতা  বা  স্বধীনতা ।
নিয়ম , শৃংখলা মেনে চলার বোধ আসে স্বচেতনতা থেকে ।
খেয়ালীপোনা ,অসংযম , যথেচ্ছ গমন , একেই বলে স্বেচ্ছাচারিতা ।
এতে নষ্ট হয় নিজের মান ,সম্মান ,ব্যাক্তিত্ব।
হয় সমাজ ও পরিবারে অশ্রদ্ধার ওঅবহেলার পাত্র ,
হয় অসম্মানিত , যায় ব্যাক্তিত্ব ।
নিয়ম -শৃংখলার মধ্যে থাকলে মান , সম্মান,
ব্যাক্তিত্ব ও আত্মমর্যাদা অটুট থাকে ।
সবার নিকট হয় প্রিয় , শ্রদ্ধাভাজন ও সম্মান এর পাত্র ।


          ***************
বিকেল - ৩:২৫মিনিট ,
২৬/১২/২০১৮ বুধবার ,
কোলকাতা ।