স্বাধীন হয়েও নয়কো স্বধীন
               হয়েগেছি পরাধীন  ।
নাই ঘর বাড়ী ,বানে ,ঝড়ে গেছে পড়ি
                ফুটপাতে কাটাইছে দিন  ।
নাই টাকা কড়ি ,নাই ঘর বাড়ী
           অর্দ্ধাহারে আছে কেহ অনাহারে ,
মাথায় নেই ছাদ ,পাতে রাস্তায় হাত
               শুধু একমুঠো অন্নের তরে ।
নাইকো অন্ন নাইকো বস্ত্র
               হয়েছে ছন্নছাড়া  ,
হেথায় সেথায় দিন যে কাটে
                 সর্বহারা তারা  ।
কারো পাকা ছাদ রাজার প্রাসাদ
      কারো আবার নাই মাথা গুঁজবারো ঠাঁই ।
কারো অগাধ অর্থ কড়ি আছে বাড়ী গাড়ী
      কারুর আবার নাইকো একটু মরবার মতো ঠাঁই  ।
কেউ বা খাচ্ছে চব্য চস্য লেহ্য পেয় যতো
   কারুর আবার সারাদিনে ভাত জুটেনাকো একমুঠো ।
এরই  নামকি  স্বাধীনতা
           নাকি পরাধীনতার অপর নাম ?
তবুও বাঙলা স্বাধীন হয়েছে
             কতো বিপ্লবী শহীদ হয়েছে নজোয়ান ।


              *************
দুপুর - ১২ : ৪০ মিনিট ।
১৫ /০৮ /২০২০ শনিবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।