মোদের গর্ব ,মোদের আশা ,
             তুইই মাগো ভ্রান্তি নাশা ।
তুইই মাগো পথের দিশা ,
             তুই মাগো ভালোবাসা ।
তুই আমার শৈশবের মাতৃক্রোড় ,
                  কৈশরের খেলাঘর ।
তুই মোর যৌবনের উপবন ,
                  বার্দ্ধক্যের বারাণসী ।
তোর খাই, তোরই পরি  ,
           তোর জল বাতাসে জীবন ধরি ।
তোর শস্য সবুজ শ্যামলীমায় ,
              কত শান্তি সুখে ঘুমিয়ে পড়ি ।
তুইই মাগো অন্নদাতৃ ,
               তুই মাগো জগদ্ধাতৃ ।
তোর 'পরেতে স্বাধীন সুখে ,
               তোরই বুকে বাঁচি মরি ।
তুই মাগো জীবন মোদের ,
          তুই  মাগো বল ,ভরসা  ।
স্বর্গ থেকেও বড় তুই মা ,
            তুইই আমার সকল আশা ।
তোর বুকেতে জন্ম আমার ,
              মরণ তোরই  বুকে ,
তোরই 'পরে  বাঁচি মোরা ,
               কতই সুখে ,দুঃখে ।
মাগো মোরা তোরে ছেড়ে ,
                 চাইনে যে গো স্বর্গ  ।
তোরই তরে দিলাম মোরা ,
                 সকল পূজার অর্ঘ্য ।


       **************
রাত্রি -১০:০৫মিণিট ,
২৫ /০২/২০১৯ সোমবার ।
কেরাণীচটি = মেদিনীপুর ।