জীবনানন্দের রূপসী বাংলা নজরুলের বাংলাদেশ ,
কবিগুরুর সোনার বাংলা শস্য শ্যামলা আমার দেশ  ।


একাধারে গিরি সাগরে মিশায় গিরি পর্বত আছে পাহারায় ,
বনভূমির শীতল ছায়ায় সবুজ ধানের ক্ষেত দোল লাগে  তায় ।


শান্ত নদীর তটে বালুকাবেলায় পশ্চিমে রবির কিরণ আবির ছড়ায় ,
পাহাড়ের গায় গোধূলি বেলায় রাঙিয়ে আবির রঙে রঙ ঢালে তায় ।


সোনালী ধানের শীষে ঢেউ খেলে যায় বেনুবনে মর্মরে দক্ষিণার বায় ,
রাখাল ছেলেরদল গোধনি লয়ে বিরাম লভয়ে বট গাছের তলায় ।


গুন গুন ভ্রমরার গুনঞ্জরনে অলিকুল ধায় বেগে ফুলবনে ,
চম্পা যুথিকা যুঁই মল্লিকা বনে বুলবুল গায় গান আপনমনে  ।


এই সে আমার দেশের মাটি আমার স্বদেশ ভূমি  ,
নদী বৃক্ষ ফুল ও ফসলে বুক ভরালে প্রাণ জুড়াল তুমি  ।


ওগো আমার স্বদেশ ভূমির মাটি  আমার সোনার চেয়েও খাঁটি  ,
মনের মাঝে আমার হৃদয় জুড়ে সোহাগ ভোরে রোয়েছো পরিপাটি ।


এই দেশেতেই জন্মেছিলেন রবি কবি নজরুল মাইকেল কালিদাস ,
বঙ্কিমচন্দ্র দ্বীজেন্দ্রলাল বিনয় বাদল দীনেশ মাতঙ্গিনী সুভাষ ।


বহু ধর্মের লীলাক্ষেত্র আমার বাংলা স্বদেশ ভূমি ,
হিন্দু বৌদ্ধ খৃষ্ট জৈন পারসিক মুসিলম ইসলামি ।


এই দেশেতেই প্রেমের জোয়ার আনলে নিতাই গোরা ,
রাধা নামের প্রেমের ধারায় ভেসে গেলো নদীয়াবাসিরা ।


এইতো আমার শস্য শ্যামল সবুজ জন্ম ভূমির মাটি ,
চন্দন সমান এ মাটি খাঁটি সোনার চেয়েও সেযে খাঁটি ।


    ××××××××××××××××××××××××××××
রাত্রি - ৯ : ৪০ মিনিট ।
১৬ / ০৬ /২২ মঙ্গলবার।
রবীন্দ্রনগর = মেদিনীপুর  ।