সবজির বাজার কয় ,
কোরনা কিছুর ভয় ।
সব্জির মূল্য বৃদ্ধি হয় ,
তেমন কিছু বেশী নয় ।


তেমন কিছুই নয় ,
পিঁয়াজ একশ' হয় ।
রসুন শুনে কয় ,
আমিও বেশী নয় ।
আমার  গুন আছে অনেক ,
তাই কেজি মোটে শ'তিনেক ।


গলা উঁচিয়ে ফুলকপি ,
বলে কোরনাকো বেয়াদবি ।
চল্লিশ টাকা পিস ভাই ,
আমার ভিষণ আদর তাই ।


বগুন সীম বলে আমরাও কম না ,
সীম বেগুন বিনে সাধারন ব্যাঞ্জন না ।
আমাদের আদর তাইতো কমেনা ,
পাশাপাশি চলি তাই মামা ভাগনা ।


আমার টুকটুকে টমেটো ভগিনী ,
সেঞ্চুরী করেছে সবজির রানী ।
লঙ্কা করলা পিঁয়াজ কলি ,
ধরা ছোঁয়ার বাইরে সকলি ।


অবশেষে আছে পেঁপে আর কদলী ,
কিছু কিনে নিয়ে যাও ভর্তি করে থলি ।
বুকেতে বলকরে বাজারে আসিলি ,
এবার পেঁপে কলা নিয়ে ঘরে ফিরে চলি ।