বহুদিন পরে সোনা মা এলো মোর ঘরে ,
বৎসরের তৃতীয় মাসে ভরা আষাঢ়ে।
রাজকন্যা এলো মোর ঘর আলো করে ,
আনন্দে আলোর বন্যা ছুটে জগৎ জুড়ে।
মন নাচে তাতা থৈ আঁধারে ঘুচায়ে কাল ,
আঁধার ঘুচায়ে ফুটে ভোরের মিষ্টি আলো ।
সে যে মোর মন জুড়ালো প্রাণ ভরালো ,
ভুবন মাতিয়ে সে যে ঘর করে আলো।
যে আমার ছোট্ট ছোট্ট পায়ে হেঁটে যায় ,
এলোরে আষাঢ়ের সেই বিশ্ব ভুবন ভুলায়।
সে আজ বড় ব্যাস্ত চারিদিক করে অবলোকন ,
মায়ের জীবন ধন সে ভাইদের রতন।
পিতার আনন্দি সে সোহাগ কেবল ,
চারিদিক সামলায় সে একহাতে সকল।
আজ তার জন্মদিন আনন্দের দিন ওরে
সবাই  প্রাণ খুলে আশীর্বাদ করবেন তারে।
এইদিন টি বছর বছর আসুক ফিরে ফিরে ,
পরম পিতার হাত যেন থাকে ও র শিরে।
চলার পথ যেন ওর  চিরদিন হোক মসৃণ ,
দুধে ভাতে সুখে আনন্দে থাকে চিরদিন।
মায়ের আশীর্বাদ আছে হৃদয় জুড়ে ,
সুখে শান্তিতে সোনার যাক জীবন ভরে।
        
        ***************
সকাল - ৭:০০ টা।
২০ /০৬ /২১ রবিবার।
রবীন্দ্রনগর = মেদিনীপুর।