বীর সৈনিক তব রক্ষিতে সম্মান ,
মাতৃমুক্তি পণ  লাগি তারা জীবন করিল পণ !
দেশমাতৃকা ডাক দেয় আয় দামাল ছেলের দল ,
আয় ত্বরা করি খোল ,খোল মোর ,খোল খোল শৃঙ্খল !
মুটে ,মজদুর ,ধনী,দরিদ্র ,আয়রে নজোয়ান ,
শৃঙ্খল হ'তে মুক্ত করিতে হওরে ,হও আগুয়ান !
সবার সেরা ,দেশের সেরা , আমার বঙ্গভূমি ,
তোমার চক্ষে বহিতে দেখেছি করুণ অশ্রু আমি !
আয়রে নজোয়ান ,শোনরে পাতিয়া কান ,
মুক্ত করিতে শৃঙ্খল মা'র ,মাতৃভূমির আহ্বান !
আয় ভাইসব ,আয় ভগিনীরা ,আয়রে ছাত্রদল ,
আজি মাতৃভূমির উদ্ধার লাগি বাহুতে ধরেছি বল !
হাতে অসি ,মুখে হাসি ,তেজে ভরা মন ,বুকে বল ,
প্রতিহিংসার আগুন জ্বালিয়ে ভাঙ ,ভাঙরে আগল  !
জন্মভূমির সন্তান যারা ,কে কোথায় আছ ,ছুটে এসো ত্বরা ,
মাতৃভূমির সম্মান লাগি ,এসো বাহিরিয়া মা-ভগিনীরা !
হিন্দু ,মুসলিম ,গ্রীক ,পারসিক ,বৌদ্ধ ,খৃষ্টান ,জাতির নাহিক ভেদ ,
একই রক্ত শিরায়  বহিছে ,নেই কোন ভেদা ভেদ !
একই মায়ের সন্তান মোরা ,ভিন্ন মোদের মত ,
জীবন অন্তে মিলিত হইব ,একই সেই সে পথ !
তাই উর্দ্ধে উড়িয়ে জয়ের নিশান ,গাই স্বাধীনতার গান ,
জয় দেশমাতা ,জয় জয় মাগো ,গাই তোমারই জয় গান !


                       *********