মনের ভেতর শব্দগুলি বেড়ায় উড়ি উড়ি ,
স্মৃতির জ্বালে শব্দগুলি ঝাপটে তখন ধরি ।


ছোট বড় শব্দ যখন ম হৃদ গগনে ভাসে ,
যত পারি ধরে তাদের রাখি হৃদয় ফাঁসে ।

কত রঙের শব্দ ফুলে ভরাই শব্দ ডালা ,
শব্দ দিয়ে গেঁথে রাখি আমার কাব্য মালা ।


হরেক রঙের শব্দ গুলি  ছড়িয়ে হেথা হোথা  ,
রঙিন রঙিন কাব্য গেঁথে রচি কাব্য কথা  ।


রঙীন রঙীন শব্দ ফুলে রঙীন মালা গাঁথা ,
রঙীন মালৃর সঙ্গে গাঁথা রঙীন কাব্য কথা ।


মনের রঙীন স্বপ্ন দিয়ে রচি কাব্য গুলি ,
স্বপ্ন রঙীন শব্দ খুঁজি মনের চোরাগলি  ।


শব্দ যখন খুঁজে বেড়াই মনের গভীরে ,
ঝাপসা হয়ে ভেসে আসে মনের গভীরে ।


শব্দে বোনা কাব্যগুলি ঘুরে হাজার ভিড়ে ,
তাইতো আমার কাব্য গুলি শব্দ খুঁজে ফিরে ।


হরেক রঙের শব্দ দিয়ে আমার কাব্যময় ,
এটাইতো কবীর জীবন ,এটাই কাব্যময় ।


         📚📚📚📚📚📚📚📚📚


দুপুর _১২:৩৭ মিনিট ।
২৫/১১/২০১৯ সোমবার ।
কেরাণিটোলা =মেদিনীপুর ।