যখন যার বল শক্তি থাকে-
ধরাটাকে সরার ন্যায় দেখে ।


বল শক্তি লোপ পায় ,
বয়স যখন ভেঙ্গে যায় ।


শরীরে থাকে যখন বল শক্তি ,
মনে ভাবে এমনি থাকবো মৃত্যু অবধি ।


শরীরে যখন থাকেনা শক্তি,
ভাবে একি হলো হীন গতি ।


একদিন এমন আসে হায় ,
ক্ষমতা শক্তি লোপ  পায় ।


তখন হয়ে পড়ে নিরুপায় ,
দাসের দাস হয় অসহায়  ।


সব স্থানে না দেখাও শক্তি ,
বিপদে পড়লে পাবেনা মুক্তি ।


হাম্বি তুম্বি দেখাবে যদি ,
চামচিকেতেও  মারবে লাথি ।


রূপ যৌবন নয় সবদিন  ,
মানুষ হয়ে মানুষ চিন ।


বল ,শক্তি ,দেহ, ভাঙ্গবে শেষে ,
মাটিতে দেহ মিশবে অবশেষে।


কোন কিছুর কোরনা বড়াই ,
সব কিছু একদিন পুড়ে হবে ছাই ।


  🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐


দুপুর -১২:৫০ মিনিট ॥
২৩/ ১০ /২০১৯ বুধবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।