শারদ পঞ্চমী তিথি ,শারদার আহ্বান ,
আকাশে ,বাতাসে ভাসে আগমনী গান !
মহাষষ্ঠীতে হয় দেবীর বোধন  ,
শারদ সপ্তমীতে নবপত্রিকার আগমন !
মহা অষ্টমীতে হয় ''মা দূর্গা 'র "পূজন !
অষ্টমী গত ,নবমী আগত কালে হয় সন্ধিক্ষণ !
" কুমারী পূজা "করে সবে ভক্তি সহকারে ,
  এয়োগন উপসী থাকে প্রতি ঘরে ঘরে !
   দশমী তিথিতে হয় দেবী বিসর্জন ,
শুভবিজয়া,সিঁদুর খেলা ,প্রতিমা নিরঞ্জন !
বিজয়ার শেষে হয় পূজা সমাপন ,
মিষ্টি মুখ ,ভালবাসা আর আলিঙ্গন !


               ********
বিকেল -৩:০০ টা ,কলকাতা
২৮ /০৯ /২০১৭ ,বৃহস্পতিবার !