এসেছে শরৎরানী ,
ওই শোন যায়  আগমণী ।
ভবে আসবেন মা ভবানী ,
সিংহারূঢ়া জগৎজননী ।


সঙ্গে দীপ্তা বিদ্যাবতী ,
কুমারেশ মঙ্গলমূর্ত্তি ।
সিংহপৃষ্ঠে ভগবতী,
সাথে আছেন পশুপতি ।

গৌরী সাথে গজানন ,
তাঁর সঙ্গে মুষিক বাহন ।
ধনুকধারী ষড়ানন ,
শিখী উপরে আগমণ ।


ঝাঁপি হস্তে লক্ষ্মীরানী ,
পেঁচকে আসেন তিনি ।
শ্বেত বস্ত্রে বীনাপানি ,
হইয়ে হংসবাহিনী ।


গিরিরাজা অপেক্ষা করে ,
আয়মা উমা আয়মা ঘরে ।
মা মেনকা দাঁড়ায়ে দ্বারে ,
সতী আসবে গিরিপুরে ।


অবনী 'পরে আয় শারদা ,
হয়ে মাগো বরদা সুখদা !
আনন্দে মাতুক বসুধা ,
দূর হোক যত দুঃখ বারতা ।


♣♣♣♣♣♣♣♣♣


দুপুর = ২ : ৪৮ মিনিট
০৫ /০৯ / ২২ সোমবার ।
কোলকাতা ।