শরতের আকশে বাতাসে বাতাসে
            যেন পিঁজা তুলা আনন্দে ভাসে ,
শরৎ রজনীতে মেঘেদের দেশে  
            লুকোচুরি খেলে চাঁদ নীল আকাশে।

আকাশ বাতাস মুখরিত করে
               মা'র আগমনীর সুর ,
শারদ শশীর আগমনের সুরে
                 মন ভরপুর !


শিউলি টগরে ধরিত্রী সাজে নব সুন্দর ,
অপরূপ সাজে ধরা আনন্দ মুখর  ,
আগমনির আগমনে হিমেল পরশে
               প্রভাতে শিশির বিন্দু ধরে ঘাসে ঘাসে।

একি অপরূপ রূপে তোমায় হেরিনু জননী
                  ফুলে ও ফসলে সাজালে তোমার ডালাখানি ,
শরতের শিশিরে অবগাহন করিলে অবনী
শরতের আগমনে আসবেন মা ভবানী   ।

মেঘপরীরা ভাসে ওই নীলাকাশে
              মত্তদাদুরী নাচে মেঘমালা ভাসে,
মেঘেদের সাথে খেলে চাঁদ লুকোচুরি
            কিবা শোভা লাগে মনে মনের মাধুরী।

শরতে শারদা তুমি করেছো জগৎ আলো
                 তাই তব আগমনে তমসা দূর হলো ,
তব পবিত্র পরশে কালিমা মুছে ফেলো
                শারদশশী মাগো জ্ঞানের দীপ জ্বাল ।
            ****************
রাত্রি - ৮ : ০৭ মিনিট।
১৭ / ০৮/ ২৪ শনিবার।
কোলকাতা।