বিভাবরী মিস্ কালোতে খেলছো লুকোচুরি খেলা,
চন্দ্রপ্রভা হার পরেছো, খোঁপায় তোমার তারার মালা ।
বেণীসূতায় গাঁথা মালা, সাঁঝের বেলা দাও হাতছানি,
মধ্যরাতের ঘোমটা তুলি, চাঁদের পানে চাওগো তুমি ।  
নিশাকর যে খেলে বেড়ায়, নিশি ঊষায় তোমার সাথে,
তোমার সাথে হাওয়ায় দোলে ,ধীরে ধীরে সোহাগ রাতে ।
শশী কলার কিরণ মেখে, জোছনাতে ভরেছো যে,
নীলাম্বরে ফুল ছড়িয়ে, তারার মেলা বসালে যে ।
শশধর ঐ যেই তাকাল, সাঁঝের আকাশে,
ওমনি তুমি নিশার কালো সরিয়ে দিলে যে ।
গগন যখন ফর্সা হল নিশির ঊষাতে,
ওমনি তুমি লুকিয়ে পড় আলোর রাশিতে ।
           *************
২০.০৯.২০১২, বুধ্বার, সন্ধ্যা ৬:৫৫, বসন্তপুর