সংবর সংবর শয়তান বিভৎস কামনা ,
কখনো হবেনা পূর্ণ তব মনোবাসনা  ।
ছলনায় কভুও না কৃতকার্য হয় কোন সাধ ,
পাপাচারী ,কূচক্রী ,অর্থলোভী ,লোভ তোর ঘটাবে প্রমাদ ।
পরচর্চা ,পরনিন্দা ,মিথ্যাচার আর অপবাদ ,
যাহা করিতেছিস এবে "যম"সম ঘটাবে বিবাদ ।
চালাকিতে মহৎ কার্য সিদ্ধ নাহি হয় ,
ভবিষ্যৎ ফল ইহার হয় বিষাদময়  ।
বাঁচিয়া থাকিবি তবুও হবি জীবন মৃত ,
তখনি বুঝিবি তোর অতীত কর্মকৃত  ।
অগ্র পশ্চাৎ না ভাবিয়া  যে কর্ম করিলি ,
আবেগে নিজের গর্ত নিজেই খুঁড়িলি  ।
মনে মনে ভেবেছিলি খাবি চিঁড়া দই  ,
ভাগ্যের  ফল তোর কপাল পুড়ে  ছাই  ।


   🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥


বিকাল -৩:১৮ মিনিট ,
২১ /১১ /২০১১ সোমবার ।
কোলকাতা ।
                   চলবে----------------