দেবল চন্দ্র পুরোরায়  ,খায় আর ঘুমোয় ,
কাজের কথা বললে পরে তেড়ে মেড়ে যায় ¡
খেতে তার নেই আপত্তি , কাজ করতে আছে বিপত্তী ,
মিথ্যে কথায় ঝুড়ি ভরতি ,লাজ -লজ্জায় নেই আশক্তি ¡
খাওয়ার ,ঘুমের নেইকো সময় ,
খাওয়ার কথা শুনলে পরে খপ্ করে হাত ধোয় ¡
খাওয়া আর ঘুমের সময় আছে তার জানা ,
বাকি দুনিয়ার সব কিছুতেই তার অজানা  ¡
শুধু খেতে আর ঘুমোতেই সময় নির্দিষ্ট ,
বাকি কিছুতেই নেই তার অভিষ্ট ¡
না আছে কর্তব্য জানা ,না আছে তার বিবেচনা ¡
নিজের কাজ ছাড়া সবই তার অজানা ¡
যতই যে যাই বলুক কেননা ,নাইলজ্জা ,মান ,বেহায়াপনা ,
নীজের স্বার্থ জানা আছে সবটুকু ষোলআনা ¡
ঘুরতে গেলে অগ্রে তিনি ,খরচ ,খরচা ,জানেন না উনি ,
সুযোগ ,সুবিধা মিটে গেলে ,করেন শয়তানি ¡
অপরের মাথায় বেল ভাঙেন বেচারা ,
জুড়ি নেই তার শয়তানির চারা  ¡
শয়তানি তে  সে অদ্বিতীয় ,
নেই তার পরিমেয় ¡
বাইরেতে সে ভারি ভাল মানুষ ,
সংসারেতে নেই তার মত  অমানুষ ¡
নেইমান ,নেইসম্মান ,দু'কান কাটা ,
বাইরেটি তার চিকণ ,চাকন , ভেতরে আস্ত পাঁঠা ¡
গলার জোরে ,মুখের জোরে ,কেউ টিকে না ,
ভদ্রতার নেইকো লেশ ,তিনি ভদ্রতার ধার ধারেন  না ¡


                *********
বিকেল -৪:০০ টা
১৫ /০৩ ২০১৮বৃহস্পতিবার !
ডেবরা!