এ হেন পাপ কর্ম মনুষ্য সমাজে কেহ নাহি করে ,
পশুত্ব মানসিকতা যার সেই এ হেন কর্ম করে ।
ওরে ওরে পাপাচারী , মূঢ়মতি, অর্বাচীন নর ,
স্থান ,কাল ,পাত্র ,গুরু লঘু ,জ্ঞান নেই তোর আপন পর ?
মা -বোন জ্ঞান নেই ,মদন্মোত্ত লোলুপ উল্লুক ,
কামনা-বাসনায় মত্ত হয়ে খুঁড়লি নিজেই নিজের মরনকূপ ।
জন্ম  যদি লইতি তুই মানবীর গর্ভে  ,
মত্ত হয়ে আত্মহারা না হতিস মিছে দর্পে  ।
মনুষ্য আকার ধরে আসিলি এই ভবে ,
কর্তব্য দায়িত্ব কর্ম না করিলি  অনুভবে  ।
বুদ্ধিহীন ,বোকা হাঁদা ,উদার ,সবাইকে ভাবিলি ,
একমাত্র তুইই চতুর আর বুদ্ধিমান ,জ্ঞানী ,হলি ।
কামনায় বাসনায় ভরা অর্থলোভী মন তোর কালসিন্ধু পানে ধায় ,
কেমনে ঠেকাবি তারে  তুই ,তার আর নাহিক উপায় ।


       🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥


বিকাল -৩ :১৮ মিনিট ,
২১ /১১ /২০১১ মিনিট  সোমবার ।
কোলকাতা  ।
                       চলবে ------------