না জানি কবে হবে স্বাধীনতার রাজ্য  ,
নারী জাতী কবে পাবে স্বাধীন সাম্রাজ্য  ।
নারী মাংস খেকো পুরুষেরা হায়নার শাবক  ,
নারীর গন্ধ পেলেই তারা করে ভুক ভুক ভুক ।

হিংস্র শ্বাপদের ন্যায় তাদের নাই লোক লাজ  ,
বেওয়ারিস জন্তুর ন্যায় তাদের নাই সভ্য সমাজ ।
রক্তপিপাসু জানোয়ার কেবলই রক্ত খোঁজে আজ  ,
নারী মাংস পিশাচ নর অবাঞ্ছিত সমাজের মাঝ  ।

হিংস্র হায়নার দল শুধুই করে নারী মাংসের খোঁজ,
যেথায় নারী দেখে লোলুপ রসনা মানেনা আর বোঝ  ।
না জানে মা বোন না সম্পর্ক শুধুই নারী দেহের খোঁজ  ,
নরাধম নরপশুর দল কেবলই চায় নারীর দেহ ভোজ ।  

যে মাতৃগর্ভে তুই লভিলিরে ধরাপরে মানব জনম  ,
সেই মা বোনেরে তুই শ্বাপদ সঙ্কুল সম করলি ধর্ষণ  ।
যেই ভগিনীর হস্তে তুই ভাতৃটিকা নিলি সারাটিজীবন ,
সেই বোনের অমর্য্যাদা করে তুই কলঙ্ক করলি লেপন ।

লালসার লোভে ভরা তোর ওই দুটি হিংস্র হায়নার চোখ  ,
নারীর শরীরে হিংস্র থাবা বসালি সব ভুলে হইয়ে উন্মুখ ।
সকল নারীই যে তোর জননী ভগিনী কন্যা সম রে দুর্ম্মূখ  ,
সেকথা কিকরে ভুলে গেলি নরপশু নরাধম গর্ধব উজবুক ।

             **************
রাত্রি  - ৮ : ০৪  মিনিট  ।
২৬ / ০৮ / ২৪ সোমবার  ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর  ।