চিরদিন শরীরে তোর রূপ যৌবন না রবে ,
বয়সের সাথে সাথে রূপ যৌবন যাবে ।
কর্মক্ষমতা ,স্বাস্থ্য শক্তি যতদিন রবে ,
সবাই তোমায় কিন্তু ছেড়ে নাহি যাবে ।
লোলচর্ম দেহক্ষীন জ্বরা জীর্ন শরীর ,
আদর রবেনা তখন  প্রিয়   প্রেয়সীর  ।
চিন্তা না করবে কেহ এড়িয়ে  যাবে সবাই ,
অনাদরে অবহেলায় অশ্রুপাত সর্বদাই  ।
শত সহস্র চিন্তা তখন থানা বাঁধে মাথায় ,
কে তোমার তুমি বা কার কে হবে সহায়  ।
ক্ষীন দৃষ্টি ক্ষীন শরীর ক্ষীন দেহ মন ,
কোথায় স্বস্তি শান্তি পাবে তুমি তখন ।
পরম প্রিয়জন স্নেহভাজন যারা ঠেলে দেবে দূরে ,
জগৎ মিথ্যা প্রপঞ্চময় কেহ নয় আপন অদূরে ।
অসুস্থ হইলে শরীর সহায় সম্বল হীন ,
কেহ নাই সুদৃষ্টিতে তোমায় দেখিবে সেদিন ।
তুমি তখন হবে গৃহের আপদ বালাই ,
পরম চিন্তামণিরে তখন চিন্তিবে সদাই ।
শেষেরদিনে দিনে তোমার কেহ নয় আপন ,
ভাই বন্ধু দ্বারা সূত পরিজন সবাই হবে পর ।


    🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾


রাত্রি - ৮  : ৩৮ মিনিট  ।
০৭  /১০  /২১  বৃহস্পতিবার ।
রবীন্দ্রনগর  =  মেদিনীপুর  ।