দেখিতে চাই না আর প্রাণহীন নগরীর যান্ত্রিক জীবন ,
ফিরে পেতে চাই সেই জনহীন প্রান্তর গ্রাম্য সহজ,সরল মন ।
ফিরে পেতে চাই নদীর ঘাটে ছিপ ফেলে দুষ্টু ছেলের দলে ,
ছিপ গেঁথে , কাপড়েে ছেঁকে মাছ ধরে আনন্দে উচ্ছ্বলে ।
রাখাল ছেলেরা সব গোচারণ থেকে গোরুর পাল নিয়ে  ,
গরু ধুয়িয়ে , স্নান সেরে ,বাড়ী ফেরে গো-পালে জল খাইয়ে ।
খাইতে চাইনা শহুরে খাদ্য বিরিয়ানি ,ফাস্টফুড ,কোপ্তা ,কাবাব ,
চাই যে খাইতে সেই পিঁয়াজ ,লঙ্কা ,মাছ পোড়া ,পান্তা ভাত ।
শহুরে জীবন শুধু সবতেই ভেজাল ,ভেজাল খাবার অনবদ্য ,
ফিরে পেতে চাই ঘরের তৈরী সেই নির্ভেজাল খাঁটি সুখাদ্য ।
ফিরে পেতে চাই সেই চৈত্র বৈশাখের কাল বৈশাখী ঝড়ে ,
আম তলায় আম কুড়িয়ে বেড়াই সারা বিকাল কোঁচড় ভরে ।
ফিরে পেতে চাই সেই সহজ,সরল গ্রাম্য জীবন গৃহ কোণ ,
জটিল কুটিল ভাললাগেনা শহুরে জটিল হাঁপধরা যাণ্ত্রিক জীবন ।
বিজ্ঞান তথ্যপ্রযুকতি ,নব নব আবিষ্কারের গরিমা ,
তবুও ফিরিয়ে দাও কাদাপথ ,সবুজ মাঠ,শ্যামল বনানী আর আঁধার চন্দ্রিমা ।


                      🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲
বিকাল -৩ :০০ টা ।
১৯ /১১ /২০১৯ মঙ্গলবার ।
কেরাণীটোলা = মেদিনীপুর  ।