ওলো শিমুল ওলো পলাশ ,কৃষ্ণচূড়া সই ,
আয়না তোরা আয়না দুটো মনের কথা কই ।


আগুন রঙে জ্বালাস ফাগুন লাজে মরে যাই ,
রঙে রঙে রঙীন হিয়া ,হিয়া পোড়ে তাই ।


ফাগেতে রাঙল হিয়া,বনে বনে লাগালি আগুন ,
মনের মাঝে আগুন জ্বলে ,জ্বালাস রে দ্বিগুন ।


ওলো শিমুল ,পলাশ,কৃষ্ণচূড়া,শোননা তোদের কই ,
আজো তোরা পেলি না তোদের মনের মত সই  ?


ফাগুনেতে ফুটিস তোরা ,আগুন ঝরাস বনে ,
চৈত্রেতে হোলিতে রাঙিস ,রাধা কৃষ্ণের সনে ।


লাল রঙে রাঙা হলো পলাশ ,শিমুল , বন ,
কৃষ্ণচূড়ার রঙে রঙে ,রাঙা হোল মন ।


মন রাঙা বঁধূয়ার পাইতে আলিঙ্গন ,
লাজে রাঙা হয়ে যাস্ ,মরমে অনুক্ষণ


ফাগুয়া বসন্তে লাগালি আগুন মনের মাঝে ,
কা'রে কিছু বলতে নারে ,সদা মরে  লাজে ।


            *************


রাত্রি - ৯:৩৪ মিনিট ,
১০ /০১ /২০১৯ বৃহস্পতিবার ,
মেদিনীপুর ।