শীতের ভয়ে জুপু থুপু ,
ঠান্ডায় হয়ে গেছি  কাবু ।
কি করে রচিব ভাবি -
কাব্য কবিতার ছবি ।
হাত -পা ঠান্ডা ,শীতে থর্ থর্ ,
ঠান্ডা কনকনে ,আসে যেন জ্বর ।
পায়েতে মোজা তবু ঠান্ডা বরফ প্রায় ,
হাত-পা অসাড় যেন ,সাড় নেই তায় ।
হাতে জল দিলে কেটে গেল মনে হয় ।
হাতে ,পায়ে , চিমটি কাটলে সাড়া নাহি মিলে ,
উত্তাপ নাহি লাগে আগুনেও হাত  দিলে ।
চোখ করে ছ্যাব ছ্যাব,জলে যায় ভরে ,
ঠান্ডায় গা যেন জ্বর জ্বর ,ম্যাজ ম্যাজ করে ।
এই বুঝি শীতের হাড় কাঁপুনী দাপুণী ,
অসহ্য শীত যেন ,অতিষ্ঠ জীবনী ।
শীতের দাপটে চা-ঘুমটি খোলে বেলা করে ,
চায়ের পেয়ালাতে ভাই মন থাকে পড়ে ।
গরম চা ,জল ,চাই,গরম খাবার চাই ,
শীতের প্রকোপে সদা গরম কোথা পাই ।
গরম পোষাক হতে হাত নাহি বেরকরা যায় ,
মনে হয় লেপমুড়ি দিয়ে বসে থাকি একঠাঁই।


           ***************
দূপুর -২ :৫৭ মিনিট ,
১৬ /০১ /২০১৯ বুধবার ।
কেরাণীটোলা  = মেদিনীপুর ।