শীত কন কনে দিন কুয়াশায় ঘেরা রাত্রি দিন ,
হিমেল হাওয়ার দিন রৌদ্র তাপের নেই চিন ।
গরমের পোষাক গায় হাত পা ঠান্ডায় ঠকঠকায় ,
রৌদ্রের দিকে দিয়ে পিঠ তবুও না সরে শীত ।
শীতের লেগেছে বেজ না লাগে দেহে সূর্যের তেজ ,
শীতে হাত পা ঠান্ডা ম্যাজ ম্যাজ করে গা খেতে ভাল ননভেজ ।
ভাপা পিঠে তেলে ভাজা শীতে ভারী খেতে মজা ,
রৌদ্রের তাপে সেঁকে হাত পা শরীর সবে কর তাজা ।
পশু পক্ষী দল ঠান্ডায় জড়সড় সব ,
ঠান্ডার প্রকোপে সব হয়েছে যেন অবশ ।
শীতেতে নলেল গুড় খেতে ভারী মিষ্টি ,
নলেন গুড়ের পিঠে পাচকের অপরূপ সৃষ্টি ।
শীত আসে গুড়ি গুড়ি শীতে সবে হয় বুড়ি ,
গরম পোষাক দেয় গায় কম্বল লেপ মুড়ি ।
শীতের সব্জি যত আলু মূলো গাজর কপি ,
খেতে বড় ভালো লাগে শীতকালিন সব্জি ।


***********************
সকাল - ১০ :৪০ মিনিট !
১৬ /১২ /২১ বৃহস্পতিবার
রবীন্দ্রনগর = মেদিনীপুর !