সোনালী রোদ ঝিকমিক ,
রূপালী বালু চিকমিক --
আকাশে তারা মিটিমট ।


শীতের বাতাস বয় তিরতির ,
হিমে গা করে শিরশির --
সমুদ্রের ঢেউ উঠে উছ্বসির ।


বায়ু বয় শনশন ,
মাথা করে ঝনঝন -
পা কর কনকন ।


পথিক হাঁটে হনহন ,
মাথা ঘোরে ভনভন -
ফোঁড়া করে টনটন ।


দুই চোখে নেই ঘুম ,
নিশি রাত নিঝুম --
পথ ঘাট নিশুম  ।


দারোয়ান দেয় হাঁক ,
ঝিল্লি মুখর রাত --
নেই কোন দৃকপাত ।


চাঁদ হাসে খিলখিল ,
তারাদের ঐ মিছিল --
আলোকিত এ  নিখিল ।


**************
বিকাল- ৩:৫৫  মিনিট।
২৯/১১/২০২০ রবিবার।
কেরানিটোলা =মেদিনীপুর।