উত্তুরে বায়ু বয় ফুরফুর ফুরফুর ,
শীতে গা কাঁটা দেয় ,গা করে শিরশির ।
বুড়ো বুড়ি শীতে কাঁপে থরথর থরথর ,
লেপ কম্বল মুড়ে শীতে হয় জড়সড় ।


ফুলকপি বাঁধাকপি কত কি আনাজ ,
শীতে হয় জুপুথুপু কত আছে কাজ ।
ঠান্ডায় ছোট খোকা কান্নায় সুর তোলে ,
ওমনি মা ছুটে এসে নেন তাকে কোলে ।


শীতকালে গরম খাবার খেতে ভারী মজা ,
জীবনের দোকানে ভাজে তেলে ভাজা ।
গরম মুড়ি  ,পাকড়া আর পাঁপড় ভাজা ,
শীতকালে খেতে ভাল ঝাল চানাচুর,গরম চা ।


শীতকালে খেতে ভাল পিঠে পুলি পায়েস ,
আরো খেতে লাগে ভাল খেজুর গুড়ের নির্যেস ।
শীতের সকালে যদি  খায় খেজুর রস ,
পেটে ভাল থাকে আর কৃমি হয় নাশ ॥


           🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
    
দুপুর - ১২:৫৫ মিনিট ।
০৫/১২ /২০১৯ বৃহস্পতিবার ॥
কেরাণিটোলা = মেদিনীপুর ।