বর্ষা তুমি এসো ওগো ঝর ঝরিয়ে ,
মনকে আমার শান্ত করে দাও ভিজিয়ে ।
বর্ষা তুমি মনে জাগাও নবীন আশা ,
তাইতো তোমায় আমার এতো ভালোবাসা ।
তুমি আমার কল্প লোকের স্বপ্ন আঁকা ,
তোমায় নিয়ে তাইতো এতো লেখা ঝোকা ।
বর্ষা তুমি কোথায় থাক  সারা বছর ধরে , বছর পরে আস তুমি শ্রাবণেতে ঝর ঝরিয়ে।
তুমি চাষী ভাইয়ের মনে নবীন আশা ,
তোমার অপেক্ষায় তাদের বুকে ভরসা । শ্রাবণেতে বর্ষা এলে রুইবে যে ধান ,
রোপন ধানে ফলবে ফসল , বাঁচবে যে প্রাণ ।
বর্ষা তোমার আগমনে কত ফুল ফুটবে বাগানে ,
তোমার আগমনে অলি চলে মধু চয়নে ।
তুমি এলে বনে বনে সবুজ সবুজ লতা পাতা,
ঝর ঝরিয়ে পড়ো  যখন , তখন তারা দোলায় মাথা ।
তুমি আমার বেণী সুতোর  নক্সী কাঁথা ,
তাইতো ওগো  তোমায় নিয়ে গল্প গাথা ।


          ***********
১২:৫৫মিনিট ,
২৭./০৭/২০১৮ শুক্রবার ।
কোলকাতা ।