সঘন কালো মেঘ ভাসে ঘনায়ে আকাশে ,
শ্রাবণের বরিষন ধারা  নামে ত্বরাসে  ।
বিজলী চমকে যেন নিয়ন বাতি  ,
ঝলকে আঁধার চোখে ঘনায় রাতি  ।
গুমরি গরজে দেয়া ঘনায় আঁধার  ,
ঢাকিল দিনের আলো কালো চারিধার ।
              
                      গুড় গুড় বাজ পড়ে চকিতে চকিতে ,
                       কম্পিত চারিদিক  শঙ্কা আচম্বিতে  ।  
                       গরজে গরজে মেঘ গগনে গগনে  ,
                      চাতক পিয়াস মেটায়  পুলকিত মনে  ।
                     মেঘের পানসি ভাসে আকাশের তলে ,
                     ঝরিছে মুক্তা যেন শ্রাবণ সলিলে  ।
    
মনের ময়ূরী  যেন তুলেছে  পেখম ,
অম্বরেতে নাদ জাগে সদা ঘনে ঘন  ।
বিটপী তরুলতা আদি উল্লাসেতে  মাতে ,
মত্ত দাদুরী  ডাকে হৃদে উচ্ছ্বাসেতে   ।
ভেকদল গাহে গান ঘ্যাঙর ঘ্যাঙর  ,
ভেকডাকে ঝালাপালা কর্ন কূহর  ।
            
                 চাষিরা মেতেছে সবে চাষের কাজেতে ,
                  গো-মহিষাদি মাঠে ভিজে  বাথানেতে ।
                    চাষীবৌ  ধান রুয়ে কাদা জল ঘেঁটে ,
                    বৈকালেতে স্নান সারে পুকুরের ঘাটে  ।
                    শ্রাবণেতে বৃষ্টি ঝরে যেন মুক্তা ধারায় ,
                       মন ভিজে প্রান নাচে জীবন জুড়ায়  ।


   **************************
সন্ধ্যা - ৭ : ২০ মিনিট ।
২৩ / ০৭ /২০২০ বৃহস্পতিবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।