থমথমে আকাশ
মেঘলা বাতাস
উড়ু উড়ুমন
হয় সারাক্ষণ
মন ভিজে সারাক্ষণ ।
শ্রাবণের ধারা
যেন মন মদিরা
শুধু বাদল ধারা
মন পাগল করা ।
মন হয়েছে মাতাল
করেউথাল পাথাল
ডাহুক ডাকে
ঐ পাতার ফাঁকে ।
ধরে বুলবুলি গান
যেন বৃষ্টির তান
ভিজে চড়ুই পাখী
উড়ে যায় একাকি ।


টগরের গাছে  গাছে
ফুলে ফুলে ভরে আছে ।
গোলাপের কুঁড়ি গুলি
করে কত কোলাকুলি ।
মধুমক্ষিকা যত
আলাপনে রয় রত ।
কখন খুল যে পাপড়ি  ,
মধু লুটিবে তারি ।


**************
বিকাল - 3 : 22 মিনিট  ।
04 /08 /21 বুধবার ।
রবীন্দ্রনগর =  মেদিনীপুর ।