শ্রাবণ মাসের শেষবর্তী ,
রিমঝিম বর্ষে দিনরাত্রি ।
উঠছে ঝড় নিভছে  বাতি ,
জগৎজুড়ে হয় যে ক্ষতি  ।


জন্মে মশা জন্মে মাছি  ,
ধরছে জ্বর ধরছে কাশি ।
করোনা ভাইরাস ছড়ায় বেশী ,
হচ্ছে মৃত্যু সংক্রমণ রাশি রাশি ।


আজ রৌদ্র কাল বৃষ্টি ,
এ যেন এক অনাসৃষ্টি  ।
লড়ছে মানুষ লড়ছে যম ,
কে বেশী আর কে কম ।


নেই বস্ত্র নেই আহার ,
ফুটপাতে-নেই ঘর দুয়ার ।
ঝড়ে ভাঙে বন্যায় ভাসে ঘর ,
নেই বাসস্থান নেইকো খাবার ।


চিকিৎসা খাদ্যের নেই কানাকড়ি ,
রুজি রোজগার বন্ধ হয়েছে তাদেরি ।
হে প্রভু তুমি নয়তো অন্ধ ?
এতো কষ্ট দুঃখ কর প্রভু বন্ধ ।


বাঁচার সবার দাও প্রভু শক্তি ,
তোমার নিকট এই মম মিনতি ।
জাগো প্রভু তুমি ঘুমিও না আর ,
বাঁচবার পথ দেখাও সবাকার ।


        ***********
দুপুর -১২ : ৪০ মিনিট ।
০৮ / ০৮ / ২০২০ শনিবার  ।
কেরাণিটোলা = মেদিনীপুর ॥