নীল নবঘনে শ্রাবণ গগনে একফোঁটা জল নাহিরে ,
ওরে আজ তোরা হোসনেরে তোরা  হোসনে ঘরের বাহির।
শ্রাবণ আকাশে ধূপ রোধদ্দুর ,মাঠে নেই জল মাটিফেটে চৌচির ,
হয়না চাষ আবাদ , হতাশ চাষীরা চিন্তামগ্ন দিনভোর ,
না ফেলে বীজ চারা ক্ষেতে ,শুখা মাটি তাপ ভরপুর ।


গরমে ঘর্মাপক্ত দেহ পিয়াসেতে বুক ফাটে ,
রৌদ্র দগ্ধ মনুষ্য সবে  অসস্তিতে মাথা কুটে ।
খাল ,বিল ,ক্ষেত ,নদী ,সাগর ,পারাবার ,
শ্রাবণের আকাশে নেই বর্ষার মেঘের সঞ্চার ।
গরমে ক্লান্তিতে ধুঁকে গরু ,মহিষ , কুকুর ,শৃগাল ,
জলাশয়ে নেই জল মরে মাছ রুই ,কাতলা ,চিতল ,মৃগাল ।
গাছেতে নেই সবুজ পাতা ,ফুল ,ফল , মাটি ফাটা ফাটা ,
শ্রাবণের আকাশ মেঘশূন্য ,বৃষ্টি নেই ছিটে ফোঁটা ।
গরম দম হাঁস ফাঁস ,পড়িতেছে দীর্ঘশ্বাস ,
এই বুঝি যায় প্রাণ জীবন হয় মরমেতে নাশ।


          🗻🗻🗻🗻🗻🗻🗻🗻🗻
রাত্রি -৮:০০টা ।
২৮/০৮/২০১২ মঙ্গলবার ।
কোলকাতা ।