আর বার ফিরে এসোওগো রবি কবি ,
বিশ্বজনের মাঝে  রেখেছো তব ছবি  ।
হে মহান কবি আবার এসো ফিরে ,
জগতে তোমার কাব্য বিশ্ব আছে জুড়ে ।
জগতে জ্বালিয়েছো তুমি জ্ঞানের আলোক ,
কাব্যে ও সাহিত্যে তুমি বাংলার জনক ।
জ্ঞানেরআলো তুমি জ্বালাও বাংলার বুকে ,
যেথায়  থাকো শান্তিতে থাকো,থাকো সুখে ।
অমৃতলোক হ'তে তুমি কর আশীর্বাদ ,
জগৎবাসী সবে তোমায় করি প্রণিপাত ।
তোমার লেখা কাব্য গানে তোমারই বন্দনা ,
ওহে কবে রবিশশী তারকা করে তোমার সাধনা ।
তোমার লেখা কাব্য গানে হয় জন্ম মৃত্যু বিয়ে ,
ওহে অমর কবি তোমায় প্রণাম তব কাব্য দিয়ে ।
আবার আসিও ফিরে এই বাংলা মায়ের কোলে ,
মাতৃভূমি হোক পুনঃ আলোকিত তব কাব্য গানের ছলে ।


       ********************
ৱাত- 9:14 মিনিট !
08 /08 /21 ৱবিবাৱ  !
ৱবীন্দ্ ৱনগৱ =মেদিনীপুৱ  !