রসনা তুই বদন ভরে বলরে " রামনাম ",
যেনামে সাগর উথাল পাথাল ,পাখীরা গায় গান ।
যে নামের গুনে যমুনা উজান বয় ,
যে নামের মহিমাতে সূর্য চন্দ্র উদয় ।
যে নামের মহিমায় অন্তরীক্ষে নক্ষত্র উঠে ,
ঐ নামর মহিমাতেই গাছে গাছে ফূল ফোটে ।
গোধেনু চরে গোচারনে  ঐ নামের গুনে ,
মধুর মধুর বংশী বাজে ঐনা ব্রজধামে ।
বাঁশুরীয়ার বাঁশীর ডাকে রাধা পাগলিনী ,
আলুথালু কেশ তার না বাঁধে বিনোদ বেনী ।
রাঁধিতে রাঁধিতে তার ব্যাঞ্জন যায় পুড়ে ,
কৃষ্ণ বর্ন হেরে তার কৃষ্ণকালায় মনে পড়ে ।
বাঁশীতে ডাকিছে শ্যাম রাধা রাধা নাম ,
কলঙ্কিনী রাধার ঘরে মন উচাটন ।
গোষ্টবিহারী হরি গোষ্ঠে বাজায় বেনু ,
মুখ তুলে ধেনু সব শোনে মোহন বেনু ।
ঐনাম মধুর নাম জপরে অনুক্ষণ ,
পারাবার পার হয়ে পাবি ঐ রাঙা চরণ ।


         🙏 🙏 🙏 🙏 🙏 🙏


বিকেল ৫:৪০ মিনিট ,
৫/১২/২০১৮ বুধবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।