(১)  


মুখখানি ঢল ঢল
          চোখ দু'টি ছল ছল ,
কি হয়েছে গৌরী বল
         হর এসেছে যাবি চল (এ) ।


নিতে এসেছে ভূপতি    
          সঙ্গে নিয়ে যাবে সতী ,
সাথে কার্তিক  গনপতি
           আর লক্ষ্মী সরস্বতী  ।


বছর ফিরে এলে পরে
        উমা আবার আসবে ঘরে ,
মা'র প্রাণে কি ধৈর্য্য ধরে
        জামাই নাকি ভিক্ষা করে ।


নিতে এলে  বলবো হরে
         উমা আমার ঘরে নাই ।
উমা আসিলে ঘরে
       তুমি আবার এসো ফিরে  ,
আমার মনে মনে
          ভেবেছি  সেটাই ।


আজি এই শুভবিজয়ায়
           বিদায় দিতে হবে উমায় ,
মায়ের মন কি দেয় সায়
            তবুওদিতে হবে বিদায়  ।


              (২)
আবার তুমি এসো মাগো
             রেখো মোদের মনে ,
তোমার যাবার কথা শুনে
              মনে ধৈর্য্য না মানে ।


আবার তুমি এসো মাগো
          মোদের ভুলে না যেয়ে ,
তোমার আসার আশায়
          মোরা রইবো পথ চেয়ে  ।


              (৩)
ঢাকের কাঠির আওয়াজ শুনে
                    উদাস হোল মন ,
চললেন  মা মহামায়া
                  আজকে বিসর্জন  ।


     সায় >সাড়া ,ইচ্ছা ।
******************
সকাল - ৮ :২৫ মিনিট ।
২৬ / ১০ /২০২০ সোমবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।
          
        (কবিতার আসরের সকল কবিদের  আমার শুভ বিজয়ার প্রীতি  শুভেচ্ছা ও ভালবাসা জানাই )