বিশ্ব যেগো সুধা ভরা ,সবখানেতে রয় ,
সুধা যে মোর মনের ভীতর ,সদাই ভরা হয় !
জীবন মম ধন্য হল জন্মে মায়ের কোলে ,
শৈশবেতে সুখে গোঁয়ায় ,মায়ের কোলে খেলে !
মায়ের বুকের সুধা পিয়ে জীবন ধরিলাম ,
যার ইচ্ছাতে পৃথিবীতে জন্ম লভিলাম !
তোমার দেওয়া অন্নে মাগো পালন হইলাম ,
শুধামাখা ফলে ,জলে এমন ভরিলাম !
আমার সোনার বাংলা মাগো সকল দেশের সেরা ,
সপ্ন দিয়ে ,স্মৃতি দিয়ে ,শক্তি দিয়ে গড়া !
তোমার অন্ন জলে মাগো জীবন বাঁচালে ,
তোমার বুকে হেসে , খেলে , মানুষ গড়িলে !
তোমার শান্তি তরে মোরা প্রাণ করি উৎস্বর্গ ,
জীবন পণ তোমার তরে ,গোড়ব সোনার স্বর্গ !
মোদের পিতৃ পিতামহ জন্মেছেন তোর বুকে ,
তাঁদের চরণ ধূলি যেন মোদের শিরে থাকে !
সে সব শুধার মূল্য মাগো দেব কেমন করে ,
তব মঙ্গলাশীষ হাতখানি , মোর রাখ শিরোপরে !
তোমার বুকে জন্ম নিয়ে ধন্য মোর জীবন ,
স্বার্থক জীবন আমার স্বার্থক জনম !
তোমার বুকে কাঁদা হাঁসা ,তোমার বুকে যাওয়া আসা ,
তোমার কোলে জন্ম লয়ে ,পূর্ন মোর মনের আশা !
তুমি শক্তি দিলে ,সাহস দিলে ,সুধাপাত্র মুখে দিলে ,
শস্য -শ্যামলা মাগো ,মনে তুমি শান্তি দিলে !
মায়ের বুকে সুধা দিলে ,স্নেহ ,মায়া,মমতা দিলে ,
স্নেহ,ভক্তি ,শ্রদ্ধা দিলে ,সুধামাখা কথা শিখালে !
সুধামাখা ফুল ,ফল ,সুধামাখা অন্ন জল ,
তোমায় ভালবেসে মোরা শান্ত পাই অবিরল !


                ************
দুপূর -১২:০০ টা ,কলকাতা ,
২২ /০৮ /২০১২  !